
কলেজ পরিচিতি
নদীবেষ্টিত ছায়াঘেরা সুনিবিড় আড়িয়াল খাঁ-জয়ন্তী-নয়াভাঙ্গনী নদীর পলি অববাহিকায় মুলাদী উপজেলার প্রাণকেন্দ্রে অবস্থিত মুলাদী সরকারি কলেজ স্বাধীনতার পূর্বকালীন সময় থেকে দক্ষিণাঞ্চলের অন্যতম বিদ্যাপীঠ হিসেবে জ্ঞান-বিদ্যার আলো বিকশিত করে এসেছে।বরিশাল জেলার উত্তরে দ্বীপাঞ্চল নামে খ্যাত এই উপজেলা অনেক সংগ্রামী মানুষের পূন্য স্মৃতি বিজড়িত।শিক্ষা প্রসারের লক্ষে এলাকার জ্ঞানী-গুণী ও শিক্ষানুরাগী ব্যক্তিবর্গের উদ্যোগে কলেজটির বর্তমান অবস্থান থেকে প্রায় দেড় কিলোমিটার পূর্বদিকে নয়াভাঙ্গনী নদীর পাদদেশে নিরিবিলি মনোরম প্রাকৃতিক পরিবেশে ১৯৭০ সালের ০১ জানুয়ারি কলেজটি আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করে।কলেজটি প্রতিষ্ঠিত হওয়ার এক দশক পার না হতেই ১৯৭৯ সালে নয়াভাঙ্গনী নদীর করাল গ্রাসে কলেজটি বিলিন হয়ে গেলেঅদম্য মুলাদীবাসীর প্রচেষ্টায় বর্তমান ক্যাম্পাসে স্থানান্তর করা হয়।
মুলাদী সরকারি কলেজে উচ্চমাধ্যমিক ও উচ্চমাধ্যমিক বি.এম শাখা, স্নাতক(পাস) এবং চারটি বিষয়ে স্নাতক(সম্মান) শ্রেণিতে পাঠদান কার্যক্রম পরিচালিত হয়।কলেজটিতে প্রায় ৩৮০০ জনছাত্র-ছাত্রীঅধ্যয়ন করে চলেছে।বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা ২০১৮ সালে কলেজটি জাতীয়করণ করেন।কলেজটিতে বর্তমানে ৪৫ জন শিক্ষক ০৪ জন অফিস স্টাফ ১৩ জন অফিস সহায়ক কর্মরত আছেন।দুইটি তিনতলা, একটি চারতলা, দুইটি দোতালা ভবন, শহিদ মিনার, পুকুর ও খেলার মাঠমিলে ক্যাম্পাসটি অনন্য বৈশিষ্ট্যতায় আসীন হয়েছে।
অভ্যন্তরীন, স্থানীয় ও জাতীয় পর্যায়ে খেলাধুলা, বিজ্ঞান মেলা, বিতর্ক প্রতিযোগিতা, সাংস্কৃতিক কর্মকান্ড ও কর্মসূচীতে কলেজ অংশগ্রহণ করে পুরস্কার প্রাপ্তির মাধ্যমে অত্রাঞ্চলের মানুষের মধ্যে এসেছে চাঞ্চল্যতা। যাদের কর্ম প্রচেষ্টায় এ প্রতিষ্ঠানটি আজ মহিরুহে পরিনত হয়েছে তাদের অনেকেই ইহধামে না থাকলেও তারা সকলের মাঝে বেচেঁ থাকবে যুগ যুগান্তর।
Message From Principal

মুলাদী সরকারি কলেজটি বরিশাল জেলার মুলাদী উপজেলার প্রাণ কেন্দ্রে ১৯৭০ খ্রি. প্রতিষ্ঠিত হয়। প্রতিষ্ঠালগ্ন থেকে অনেক চড়াই-উৎরাইয়ের মাঝেও মুলাদী, হিজলা ও মেহেন্দীগঞ্জ উপজেলায় শিক্ষা প্রসারে অগ্রণী ভূমিকা পালন করে এসেছে। মুলাদী নামক দ্বীপ উপজেলাটিই অত্র এলাকার শত-সহস্র ছেলে মেয়ে সোনার বাংলার কারিগর হয়ে দেশ গড়ার লক্ষ্যে নিজেদেরকে আত্মনিয়োগ করেছে।২০১৮ সালের ০৮ অক্টোবর স্বাধীনতার স্বপ্নদ্রষ্টা, হাজার বছরের শ্রেষ্ঠ বাঙ্গালি, জাতিরপিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর সুযোগ্য কন্যা আধুনিক বাংলার রূপকার, দেশরত্ন, বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী, জননেত্রী শেখ হাসিনা কলেজটিকে সরকারি ঘোষণা করায় এ অঞ্চলের জনগণ তার প্রতি কৃতজ্ঞ।
দক্ষিণ বাংলার অন্যতম একটি প্রসিদ্ধ শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে মুলাদী সরকারি কলেজ সার্বজনীনতা লাভ করেছে। মানসম্পন্ন শিক্ষা বিকাশ সাধনে এ প্রতিষ্ঠানের সুখ্যাতি সর্বমহলে বিদিত। অসংখ্য ক্ষণজন্মা মানবের স্মৃতিধন্য বরিশালের অবহেলিত মুলাদী, হিজলা ও মেহেন্দীগঞ্জ এলাকার শিক্ষা ক্ষেত্রে এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে।বোর্ড ও জাতীয় বিশ্ববিদ্যালয়ের পরীক্ষার ফলাফল, চিকিৎসা ও প্রকৌশল শিক্ষায় এবং পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ পাওয়ার মাধ্যমেই আমাদের গঠনমূলক শিক্ষা কার্যক্রমের সফলতার সাক্ষ্য বহন করে।বর্তমান দ্রুত পরিবর্তনশীল আর্থ-সামাজিক অবস্থার সাথে সামঞ্জস্য রেখে শিক্ষার্থীদের উপর্যুক্ত মেধার বিকাশে আমরা বদ্ধপরিকর।
শিক্ষার মান বজায় রেখে দেশের উন্নয়ন তথা বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা বিনির্মাণে মুলাদী সরকারি কলেজের শিক্ষার্থীবৃন্দ অগ্রণী ভূমিকা পালন করার প্রত্যয় নিয়ে এগিয়ে যাওয়ায় আমরা অঙ্গীকারবদ্ধ।
-মোঃ দেলোয়ার হোসেন, অধ্যক্ষ, মুলাদী সরকারি কলেজ, মুলাদী, বরিশাল। মোবাইল-০১৭১৬৪৭৮৩৪৮।
Date: 30-Jan-2023
Time: 09:22 AM
Muladi Govt. College
Muladi, Barishal
Mobile: 01716-194335, 01716478348
E-mail: muladicollege@gmail.com